ত্রিপোলি উৎসবে যাচ্ছে ইরানের ‘দ্য টাউন’
পোস্ট হয়েছে: আগস্ট ১৪, ২০২৩

আলি হজরাতির ইরানি ছবি ‘দ্য টাউন’ লেবাননের ত্রিপোলি চলচ্চিত্র উৎসবের ১০ম পর্বে অংশ নেবে।চলচ্চিত্রটি ত্রিপলি চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে দেখানো হবে। ‘দ্য টাউন’ নাভিদ ফালাহাতির গল্প নিয়ে তৈরি করা হয়েছে। সে অভিনয়ে আগ্রহী একজন যুবক। সে একটি সিনেমার অডিশনের জন্য নির্বাচিত হয়। মুভিতে যোগদানের জন্য তাকে কিছু বিশেষ শর্ত মেনে নিতে হবে এবং একটি বিচ্ছিন্ন শহরে তার ভূমিকার জন্য মানসিক ও মনস্তাত্ত্বিক অনুশীলন করতে হবে।
ছবিতে অভিনয় করেছেন সাঈদ সোহেলি, কাজেম সায়াহি, মাহতাব সার্বতি, হোমায়ুন এরশাদি, রোয়া জাভেদনিয়া, শাহরখ ফোরুতানিয়ান, মোর্তেজা জাররাবি এবং সাকি হাজিপুর।
ত্রিপোলি চলচ্চিত্র উৎসব ২১ থেকে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূত্র: তেহরান টাইমস।