ত্যাগী শিক্ষকের প্রতি প্রেসিডেন্ট রুহানির শ্রদ্ধা
পোস্ট হয়েছে: এপ্রিল ১০, ২০১৬
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2016/04/20402131.jpg)
ইরানের প্রেসিডেন্ট ড.হাসান রুহানি ত্যাগী শিক্ষক হামিদ রেজা গাঙ্গোযেহির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন যিনি তার তিন ছাত্রের জীবন বাঁচাতে নিজের জীবন বিসর্জন দিয়েছেন। রোববার প্রবল বর্ষণ ও ঝড়ো হাওয়ার মধ্যে গাঙ্গোযেহি দেখতে পান স্কুলের একটি কক্ষের মধ্যে তিন শিক্ষার্থী আটকা পড়েছে। যেকোনো মুহূর্তে ওই কক্ষের দেয়াল ধসে পড়তে পরে দেখে তিনি আরেক শিক্ষককে নিয়ে শিক্ষার্থীদের উদ্ধার করতে যান। শিক্ষার্থীদের কক্ষটি থেকে বের করে দেয়ার পরপরই দেয়াল ধসে পড়লে ঘটনাস্থলেই হামিদরেজার মৃত্যু হয়। উদ্ধার তৎপরতায় অংশগ্রহণকারী দ্বিতীয় শিক্ষকের পা ভেঙে গেছে।
এই অকুতোভয় শিক্ষক হামিদ রেজা গঙ্গজহাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি গত সোমবার টুইটারে লিখেছেন, এই ত্যাগী শিক্ষকের স্মৃতি আমাদের সাহস ও ছাত্রদের প্রতি ভালবাসার মনোভাবে নিজেকে বিসর্জন দেয়ার মত অনুপ্রেরণার শিক্ষা দিয়ে যাবে। সম্প্রতি প্রবল বর্ষণ ও ঝড়ো হাওয়ায় ওই দেয়ালটি ধসে গেলে তিনজন ছাত্র তার নিচে চাপা পড়ে। হামিদ রেজা গঙ্গজহাই তার ছাত্রদের উদ্ধার করতে পারলেও নিজে আর ফিরে আসেননি। সূত্র: আইআরআইবি, তেহরান টাইমস