বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের বিজয়ীদের নাম ঘোষণা

পোস্ট হয়েছে: জানুয়ারি ২৮, ২০২১ 

news-image

ইরানের ৩৭তম তেহরান আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের (টিআইএসএফএফ) জাতীয় ও আন্তর্জাতিক বিভাগের বিভিন্ন সেকশনের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। দশ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব বাহ্যিক ও অনলাইন প্লাটফর্মে ১৫ জানুয়ারি শুরু হয়ে শেষ হয় ২৫ জানুয়ারি।

উৎসবের এবারের আসরে অংশ নেয়ার জন্য ৪ হাজার ৯৮৬টি বিদেশি ও ১৭শটি ইরানি সিনেমা দাখিল করা হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতাকালে উৎসবের পরিচালক সাদেক মুসাভি আয়োজকদের ধন্যবাদ জানান। উৎসবে অংশ নেয়ার জন্য ইরানি শিল্পী ও চলচ্চিত্রকারদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান, যারা তাদের শর্ট ফিল্ম পাঠিয়েছেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।