বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরান স্বল্পদৈর্ঘ্য উৎসবের জুরি বোর্ড ঘোষণা

পোস্ট হয়েছে: জানুয়ারি ২৪, ২০২১ 

news-image

৩৭তম তেহরান আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের (টিআইএসএফএফ) জুরি বোর্ড তথা বিচারক প্যানেলের সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার এই জুরি বোর্ড ঘোষণা করে আয়োজকরা।

বিচারক প্যানেলের সদস্য হিসেবে রয়েছেন ইরানি চলচ্চিত্রকার বেহমান বাহজাদি, ইতালির প্রামাণ্যচলচ্চিত্র নির্মাতা লিয়া বেলত্রামি ও বুসান আন্তর্জাতিক প্রোগ্রাম ব্যবস্থাপক কিইয়ঙ-ইয়ন কিম।

বেহজাদি একজন পরিচালক, চিত্র লেখক ও সম্পাদক। আইআরআইবি বিশ্ববিদ্যালয় থেকে চলচ্চিত্র নির্মাণ বিষয়ে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। ‘উই অনলি লাভ টুইস’, ‘দ্যা সেকেন্ড হার্ট’ সহ অসংখ্য ছবির পরিচালক তিনি।

তেহরান আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে ১৯ দেশের ৬৩টি ছবি প্রতিদ্বন্দ্বিতা করছে। সূত্র: তেহরান টাইমস।