বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরান-শাঙহাই স্টক এক্সচেঞ্জের মধ্যে সমঝোতা সই

পোস্ট হয়েছে: নভেম্বর ১১, ২০১৯ 

news-image

পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে শাঙহাই স্টক এক্সচেঞ্জের (এসএসই) সাথে একটি সমঝোতা স্মারক সই করেছে তেহরান স্টক এক্সচেঞ্জ (টিএসই)। সোমবার ইরানি বার্তা সংস্থা আইআরএনএ এই খবর দিয়েছে।

তেহরান স্টক এক্সচেঞ্জের জনসংযোগ অফিসের তথ্যমতেশাঙহাইতে চুক্তিটি সই হয়েছে। চীন প্রজাতন্ত্রের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চীন সফরে গিয়ে ইরানি একটি প্রতিনিধি দল এই সমঝোতা স্বাক্ষর করেন।

সমঝোতা অনুযায়ীদুপক্ষ তথ্য ও অভিজ্ঞতা বিনিময়প্রশিক্ষণ কোর্স গ্রহণবিদেশি বিনিয়োগে সহযোগিতাবিভিন্ন ধরনের তহবিল ও নিরাপত্তাসহ পণ্যের নকশা প্রণয়নবাণিজ্য ও নিয়ন্ত্রক কাঠামো তৈরি করতে সক্ষম হবে। এছাড়া উভয় শেয়ার বাজারের আইন অনুযায়ী যৌথ গবেষণা প্রকল্প পরিচালনা করা যাবে।

উল্লেখ্যনিউ ইয়র্কএনএএসডিএকিউ ও জাপান এক্সচেঞ্জ গ্রুপের পর বিশ্বের চতুর্থ বৃহত্তম শেয়ার বাজার হচ্ছে শাঙহাই স্টক এক্সচেঞ্জ। সূত্র: তেহরান টাইমস।