সোমবার, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৪৮টি দেশের শিক্ষার্থী

পোস্ট হয়েছে: মার্চ ২, ২০২২ 

news-image

তেহরান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সে (টিইউএমএস) বিশ্বের ৪৮টি দেশের শিক্ষার্থী পড়ালেখা করে। বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ক্যাম্পাসের শিক্ষা বিষয়ক উপাচার্য এই তথ্য জানান।সাইয়্যেদ মেহেদি রেজায়াত বলেন, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নাইজেরিয়া, ইথিওপিয়া, লেবানন, ফিলিস্তিন, গাম্বিয়ার মতো বিভিন্ন দেশের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে।বর্তমানে টিইউএমএস এর ১৩টি অনুষদে ১ হাজার ৩৪০ জন বিদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে উল্লেখ করে রেজায়াত বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর, সাধারণ এবং বিশেষায়িত ডক্টরেট এবং ফেলোশিপ সহ সকল স্তরে বিদেশি শিক্ষার্থী রয়েছে।” সূত্র: মেহর নিউজ এজেন্সি।