শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরান বই মেলায় আসছে ১ লাখ ৪১ হাজার বিদেশি বই

পোস্ট হয়েছে: এপ্রিল ১৮, ২০১৮ 

news-image

প্রতি বছরের মতো এবারো মে মাসে ইরানে শুরু হচ্ছে ১০ দিন ব্যাপী ‘তেহরান আন্তর্জাতিক বই মেলা’ (টিআইবিএফ)। এবারের মেলায় প্রদর্শনীর জন্য রাখা হবে ১২৯টি বিদেশি প্রকাশক সংস্থা প্রকাশিত ইউরোপ ও আরবি ভাষার ১ লাখ ৪১ হাজারের অধিক বই। ৩১তম তেহরান আন্তর্জাতিক বই মেলার আন্তর্জাতিক সেকশনে এসব বিদেশি বই বই প্রদর্শিত হবে।

সংবাদ সংস্থা আবনাকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন, ইরানিয়ান ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক সাইদ আবেদিনি। তিনি বলেন, এ বছর বই মেলার আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা সেকশনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, নেদারল্যান্ডস ও জার্মানি থেকে ৪৭টি প্রকাশক সংস্থা অংশ নেবে। এই বিভাগে প্রদর্শনীর জন্য রাখা হবে প্রায় ১ লাখ ৯ হাজার বই।

এছাড়া মিশর, ইরাক, জর্ডান, লেবানন, ইরান ও যুক্তরাজ্যের ৮২টি আরবি প্রকাশনা সংস্থার ৩২ হাজারের অধিক বই আনা হবে তেহরান বই মেলায়।

সাক্ষাৎকারে তেহরান আন্তর্জাতিক বই মেলার আন্তর্জাতিক বিভাগে বই প্রদর্শনীর জন্য যেসব নিয়মনীতি পালন করতে হবে তা ব্যাখ্যা করেন আবেদিনি। বলেন, ইউরোপীয় ও আরবি ভাষা বিভাগে যেসব বই প্রদর্শনীর জন্য প্রস্তাব দেয়া হয়েছে সেসব বই অবশ্যই ২০১২ সাল থেকে ২০১৮ সালের মধ্যে প্রকাশ হতে হবে। ২০১২ সালের পূর্বে প্রকাশিত কোনো বই এই বিভাগে প্রদর্শনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না বলে জানান তিনি।

রাজধানী তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় ২ মে থেকে শুরু হওয়া ১০ দিন ব্যাপী এ মেলা চলবে প্রতিদিন তেহরান সময় সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত। বই মেলার পর্দা নামবে ১২ মে। সূত্র: ইরান’স বুক নিউজ এজেন্সি।