বৃহস্পতিবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরান পর্যটন মেলায় বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিনিধি

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১২, ২০২৫ 

news-image

ইরানের রাজধানী তেহরানে শুরু হয়েছে ১৮তম আন্তর্জাতিক পর্যটন ও সংশ্লিষ্ট শিল্প প্রদর্শনী। ১১ ফেব্রুয়ারি শুরু হয়ে আন্তর্জাতিক পর্যটন মেলা চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় বিশ্বের বিভিন্ন দেশের পর্যটন কর্মকর্তা, গণমাধ্যম প্রতিনিধি এবং সোশ্যাল মিডিয়ার প্রভাবশালীরা অংশ নিয়েছেন।

ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রণালয়ের বিপণন ও পর্যটন উন্নয়নের মহাপরিচালক মোসলেম শোজাইয়ে জানান, তাজিকিস্তান, ব্রাজিল, ইরাক এবং বাংলাদেশ সহ ১৪টি দেশের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

বিশিষ্ট অতিথিদের মধ্যে রয়েছেন তাজিকিস্তানের পর্যটন সংস্থার প্রধান, দেশটির পর্যটন মন্ত্রী, এশীয় সহযোগিতা সংলাপের (এসিডি) মহাসচিব, অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইসিও) মহাসচিব, জাতিসংঘের পর্যটন সংস্থার (ইউএন ট্যুরিজম) একজন প্রতিনিধি, ব্রাজিলের পর্যটন উপমন্ত্রী, ইরাকের পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি এবং বাংলাদেশের একটি প্রতিনিধিদল।

এবারের প্রদর্শনীতে মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, কেনিয়া, বাংলাদেশ এবং জিম্বাবুয়ের ১৫জন আন্তর্জাতিক প্রভাবশালী ব্যক্তিত্বও অংশ নিচ্ছেন। সম্মিলিতভাবে, এই প্রভাবশালী ব্যক্তিদের প্রায় ৪ কোটি ৫০ লাখ অনুসারী রয়েছে এবং তারা এই অনুষ্ঠানের ব্যাপক মিডিয়া কাভারেজ দিবেন বলে আশা করা হচ্ছে।

এছাড়াও, এবারের প্রদর্শনীতে সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, রাশিয়া, তাজিকিস্তান, আর্মেনিয়া, ভেনিজুয়েলা এবং মাদাগাস্কারের মতো দেশগুলির প্রদর্শকরা স্টল নিয়েছেন। সূত্র: তেহরান টাইমস