রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরান জাদুঘরে স্থান পেল ‘দি স্কাই ফেল ডাউন’ ছবিটি

পোস্ট হয়েছে: নভেম্বর ৬, ২০১৬ 

news-image
ইমাম হোসা্ইন (আ.)এর শাহাদাতের ওপর ভিত্তি করে তরুণ চিত্রকর হাসান রুহুল আমিনের আঁকা দি স্কাই ফল ডাউন’ ছবিটি তেহরান জাদুঘরে স্থান করে নিয়েছে। যাদুঘরের সাম্প্রতিক চিত্রকর্ম বিভাগের পরিচালক মাজিদ মোল্লানরুজি ও ইসলামের ইতিহাস বিশেষজ্ঞ মোহাম্মদ হোসেন রাজাভি দাভানি গত বুধবার এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
৬৮০ খ্রিস্টাব্দে আশুরার ১০ম দিনে ইমাম হোসা্ইন (আ. ও তার অনুগত অনুসারীরা কারবালার প্রান্তরে অত্যাচারী উমাইয়া রাজবংশের বিরুদ্ধে যুদ্ধে শাহাদাত বরণ করেন। এ চিত্রকর্মটি চিত্রকর হাসান রুহল আমিন সাত মাসে সম্পন্ন করেছেন। অনুষ্ঠানে মাজিদ মোল্লানরুজি বলেনধর্মীয় ভাবধারায় এধরনের অনেক চিত্রকর্ম চিরস্থায়ী চিত্রকর্মে পরিণত হয়েছে। তরুণ প্রজন্ম এধরনের চিত্রকর্মে ফের আগ্রহী হয়ে ওঠার বিষয়টি আশাব্যঞ্জক। সঙ্গীতজ্ঞ আরিয়া আজিমিনেজাদ এধরনের উদ্যোগকে খুবই প্রশংসনীয় বলে উল্লেখ করেন। আশুরাকে কেন্দ্র করে চিত্রকর রুহল আমিনের আরো ৯টি চিত্রকর্মও জাদুঘরে স্থান পেয়েছে।
সূত্র : টাইমস টাইমস