বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরান-কারবালার মধ্যে সিস্টার সিটি চুক্তি সই

পোস্ট হয়েছে: আগস্ট ২১, ২০২২ 

news-image
ইরানের রাজধানী শহর তেহরান এবং ইরাকের পবিত্র শহর কারবালার মধ্যে সিস্টার সিটি চুক্তি সই হয়েছে।
কারবালার সফররত গভর্নর নাসিফ জসিম আল-খাত্তাবি মঙ্গলবার তেহরানের মেয়র আলীরেজা জাকানির সাথে চুক্তিতে স্বাক্ষর করেছেন। আইএসএনএ এই খবর জানিয়েছে।
দু’পক্ষের লক্ষ্য, আরবাইন তীর্থযাত্রার সময় সহযোগিতা বৃদ্ধি করা এবং অন্যান্য ক্ষেত্রেও সম্পর্ক প্রসারিত করা।
 প্রতিবেদনে বলা হয়, তেহরানের পৌরসভা বাগদাদ এবং নাজাফ সহ আরও কিছু ইরাকি শহরের সাথে সিস্টার সিটি চুক্তি স্বাক্ষর করতে চায়। সূত্র: তেহরান টাইমস।