তেহরান উৎসবে প্রতিদ্বন্দ্বিতা করবে সাড়ে ছয় হাজার বিদেশি ছবি
পোস্ট হয়েছে: আগস্ট ২, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/08/3823719.jpg)
তেহরান আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের এবারের ৩৮তম আসরে প্রতিদ্বন্দ্বিতা করবে ৬ হাজার ৪০২টি বিদেশি ছবি। ইরানিয়ান ইয়ুথ সিনেমা সোসাইটি (আইওয়াইসিএস) এই তথ্য জানিয়েছে।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবটি কেবল ইরানে নয় গোটা অঞ্চলেই অন্যতম প্রাচীন স্বল্পদৈর্ঘ্য উৎসব। আন্তর্জাতিকভাবে সুপরিচিত উৎসব পরিচালক ও বিশ্বের বিভিন্ন দেশের নামকরা সিনেমা ব্যক্তিত্বরা এই উৎসবে যোগ দেন।
তেহরান আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব আন্তর্জাতিক শর্ট ফিল্ম কনফারেন্সের (আইএসএফসি) একটি সদস্য। এবছর উৎসবের ৩৮তম আসর ১৯ থেকে ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।