তেহরান আন্তর্জাতিক বই মেলায় ৬০ বিদেশি প্রকাশক
পোস্ট হয়েছে: মে ৬, ২০২৪

৫০ হাজার বই নিয়ে আসন্ন ৩৫তম তেহরান আন্তর্জাতিক বই মেলায় অংশ নিবে প্রায় ৬০টি বিদেশি প্রকাশক।ইরানের সংস্কৃতি বিষয়ক উপ-সংস্কৃতি মন্ত্রী এবং ৩৫তম তেহরান আন্তর্জাতিক বই মেলার চেয়ারম্যান ইয়াসের আহমাদভান্দ এই তথ্য জানান।
তিনি বলেন, এই বছরের বইমেলায় ৬০টি বিদেশি প্রকাশক ৫০ হাজার বিদেশি বই নিয়ে অংশ নিবে।আহমাদভান্দ আরও জানান, গত বছরের তুলনায় এবার বইয়ের সংখ্যা বেড়েছে ৪৫ হাজার। ২০ জন বিশেষ অতিথিও এই বিভাগে উপস্থিত থাকবেন। আশা করা হচ্ছে, এটি ইরানি এবং বৈশ্বিক প্রকাশকদের মধ্যে সম্পর্কের সূচনা ঘটাবে। সূত্র: মেহর নিউজ