সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

তেহরান আন্তর্জাতিক বইমেলায় ৮০ বিদেশি প্রকাশনা

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৩, ২০২১ 

তেহরান আন্তর্জাতিক বইমেলায় (টিআইবিএফ) এবার অংশ নিচ্ছে ৮০টি বিদেশি প্রকাশনা। এবারের বইমেলা ২০ থেকে ২৫ জানুয়ারি অনলাইনে অনুষ্ঠত হবে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেলার আন্তর্জাতিক বিভাগের পরিচালক শিভা ভাকিলনাসলিয়ান বলেন, বই উৎসবের আন্তর্জাতিক বিভাগে ১১০টি প্রকাশনা নিবন্ধন করেছে। এর মধ্যে ৮০টি বিদেশি প্রকাশনা ও ৩০টি ইরানি প্রকাশনা।

তিনি আরও জানান, স্পেন, ইন্দোনেশিয়া, কলাম্বিয়া ও সেনেগালসহ বিভিন্ন দেশের প্রকাশকরা তেহরান আন্তর্জাতিক বইমেলায় অংশ নেবে। এদের মধ্যে কিছু প্রকাশনা সংস্থা প্রথমবারের মতো মেলায় অংশ নিচ্ছে। সূত্র: তেহরান টাইমস।