মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরান আন্তর্জাতিক বইমেলা এবার অনলাইনে

পোস্ট হয়েছে: জানুয়ারি ১১, ২০২১ 

news-image

আগামী ২০ থেকে ২৫ জানুয়ারি অনলাইনে তেহরান আন্তর্জাতিক বই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতবার ২০২০ সালে করোনা ভাইরাস মহামারির কারণে মেলাটি বাতিল করা হয়েছিল। আয়োজকরা এবার ভারচুয়াল মেলার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার এক ওয়েব সেমিনারে ইরান বুক অ্যান্ড লিটারেচার হাউজ পরিচালক আইয়ুব দেহকানকার বলেন, বাহ্যিক বই মেলায় যেটা সম্ভব হয় না এবারের অনলাইন বইমেলায় তারচেয়েও অধিক সুযোগ-সুবিধা পাবে পাঠকরা।

তিনি আরও জানান, মেলায় ইরানি বইয়ের ওপর ২০ শতাংশ ও বিদেশি বইয়ের ওপর ৫০ শতাংশ ছাড় দেয়া হবে। ভারচুয়াল বইমেলার প্রথম আসরে এ পর্যন্ত দেড় হাজার প্রকাশক নিবন্ধন করেছে বলে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস।