শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরান আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসবের জুরি ঘোষণা

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৩, ২০২০ 

news-image

১২তম তেহরান আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসবের ফিচার প্রতিযোগিতা বিভাগের জুরি বোর্ড তথা বিচারক প্যানেলের সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। খেলাধুলা নিয়ে নির্মিত ছবির আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের ফিচার বিভাগে ইরান, সুইডেন, দক্ষিণ আফ্রিকা, স্পেন, ব্রাজিল, ভারত, উরুগুয়ে এবং আর্জেন্টিনার ১৯টি চলচ্চিত্র অংশ নেবে।

উৎসবের জনসংযোগ বিভাগ জানায়, ফেস্টিভাল সচিব সাইয়্যেদ মোজতাবা আলাভি জুরি বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করেছেন। বিচারক প্যানেলের সদস্যরা হলেন- চলচ্চিত্রকার ও চিত্রনাট্যকার ফেরেইদুন জেইরানি, ইরানিয়ান আর্টিস্ট ফোরামের ব্যবস্থাপনা পরিচালক ও সাংস্কৃতিক কর্মী মজিদ রাজাবি মেমার, চলচ্চিত্রকার ও চিত্রনাট্যকার আলি রুইনতান, ক্রীড়া ব্যবস্থাপক ও প্রযোজক নাসের শাফাঘ, প্রযোজক জাহাঙ্গির কোসারি, ক্রীড়া বিশেষজ্ঞ ও ফুটবল ফেডারেশন ইয়ুথ কমিটির প্রধান ও প্রযোজক গোলামরেজা মোহাম্মাদি।

ক্রীড়া চলচ্চিত্র উৎসবের এবারের ১২তম আসরে ইরান থেকে ১১৬টি ও বিশ্বের অন্যান্য দেশ থেকে ২১টি ছবি দেখানো হবে। আগামী মার্চে তেহরান ও কেশম দ্বীপে উৎসব অনুষ্ঠিত হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।