তেহরানে ৩৪তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা ১৯ এপ্রিল শুরু
পোস্ট হয়েছে: এপ্রিল ১৭, ২০১৭
বাংলাদেশসহ ৮৩টি দেশের অংশগ্রহণে ইরানের রাজধানী তেহরানে ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ৩৪তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান। ইরানের স্টেট এনডোমেন্ট এন্ড চ্যারিটি এ্যাফেয়ার্স অর্গানাইজেশন পরিচালক হোজ্জাতুল ইসলাম আলি মোহাম্মদী গত রোববার এক সাংবাদিক সম্মেলনে জানান, তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় আয়োজিত এ কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ৮৩টি দেশের ২৭৬ জন ক্বারী অংশ নিচ্ছেন।
এছাড়া ইরানের ধর্মীয় নগরী কোমে আগামী ২৩ এপ্রিল থেকে আরেকটি কোরআন তেলাওয়াত উৎসব শুরু হচ্ছে যেখানে ৫৩ জন আলেম অংশ নেবেন। পরের দিন ২৪ এপ্রিল কোরআনের বিষয় বস্তু নিয়ে কোমে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার জুরি প্যানেলে ২৪ জন ইরানি ও ১৬ জন বিদেশি বিশেষজ্ঞ আলেম রয়েছেন। সূত্র: তেহরান টাইমস।