বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরানে ২১তম টেলিকম প্রদর্শনী শুরু

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৪, ২০২১ 

news-image

তেহরানে শুরু হয়েছে টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি ও উদ্ভাবনী সিআইটি সল্যুশন (টেলিকম) এর ২১তম আন্তর্জাতিক প্রদর্শনী। তেহরান পারমানেন্ট ইন্টারন্যাশনাল ফেয়ারগ্রাউন্ডসে মঙ্গলবার মেলার উদ্বোধন করা হয়। ইরানের তথ্য যোগাযোগ ও প্রযুক্তি (আইসিটি) মন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

করোনা ভাইরাস মহামারির কারণে টেলিকম ২০২১ এর উদ্বোধন কিছুদিনের জন্য স্থগিত করা হয়েছিল। ইরানের জাতীয় করোনা ভাইরাস দমন ও প্রতিরোধ সদরদপ্তরের সাথে সমন্বয় রেখে মর্যাদাপূর্ণ এই প্রদর্শনী অবশেষে শুরু হয়েছে।

স্বাস্থ্যবিধি ও নির্দেশনা পুরোপুরিভাবে মেনে আইসিটি মন্ত্রী মোহাম্মাদ জাভাদ আজারি প্রদর্শনীর উদ্বোধন করেন। এতে আরও উপস্থিত ছিলেন আইসিটি উপমন্ত্রী ও টেলিযোগাযোগ খাতের সক্রিয় ব্যক্তিরা। মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। সূত্র: মেহর নিউজ এজেন্সি।