রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরানে ১৫তম ‘সিনেমা ভেরাইট’এর উদ্বোধন

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৩, ২০২১ 

news-image

তেহরানে পর্দা উঠলো ইরান আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ‘সিনেমা ভেরাইট’ এর ১৫তম সংস্করণের। রাজধানীর চারসু সিনেপ্লেক্সে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।আন্তর্জাতিক এই চলচ্চিত্র ইভেন্টে ভাষণ দিতে গিয়ে উৎসবের পরিচালক মোহাম্মদ হামিদি-মোকাদাম জোর দিয়েই বলেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এক বছর ধরে আমরা সবাই রুপালি পর্দায় সিনেমা দেখার আনন্দ ভুলে গেছি।তিনি বলেন, “গত বছর আমরা অনলাইন ফরম্যাটে উৎসবটি আয়োজন করেছিলাম এবং এ বছর আমরা স্বাস্থ্যবিধি অনুযায়ী সীমিত সংখ্যক অতিথি ও দর্শকদের নিয়ে উৎসবটি পালন করছি।ডকুমেন্টারি অ্যান্ড এক্সপেরিমেন্টাল ফিল্ম সেন্টার (ডিইএফসি) প্রতিবছর ইরান আন্তর্জাতিক ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভাল ‘সিনেমা ভেরাইট’ এর আয়োজন করে। আগামী ১৬ ডিসেম্বর উৎসবটির পর্দা নামবে।সূত্র: মেহর নিউজ এজেন্সি।