তেহরানে ১১ দেশের আইটি বিনিয়োগকারীদের বৈঠক
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২২, ২০১৯

ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হবে আইটি খাতের বিনিয়োগকারীদের দ্বিতীয় বৈঠক টিআইএম (টেকনোলজি ইনভেস্টমেন্ট মিটিং)। আগামী ৪ থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বৈঠকে ১১টি দেশের আইটি খাতের বিনিয়োগকারীরা যোগ দেবেন।
তেহরানের পারদিস টেকনোলজি পার্কে (পিটিপি) বৈঠকটি অনুষ্ঠিত হবে। এই বৈঠকের মধ্য দিয়ে ইরানি জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিগত পণ্যসামগ্রীর রপ্তানি বাড়ানোর প্রচেষ্টা চালানো হবে। এছাড়া বৈঠকে যৌথ বিনিয়োগ সুযোগ-সুবিধা নিয়েও আলোচনা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আর্থিক প্রযুক্তি (ফিনটেক), স্বাস্থ্য, পর্যটন, কম্পিউটার গেমস ও খাদ্যপণ্য শিল্পে তৎপর প্রতিষ্ঠানগুলো দ্বিতীয় টিআইএম এ অংশগ্রহণ করবে।
আমেরিকার অবরোধ সত্ত্বেও ইরানের আইটি খাত ক্রমেই উন্নতির দিকে এগোচ্ছে।
পিটিপি এর ইকোনমি অ্যাফেয়ার্স ও প্লানিং অফিসের মহাপরিচালক মোহসেন পিলাননেজাদ নভেম্বরে জানান, পারদিস টেকনোলজি পার্ক মার্চ থেকে ২১টি দেশে ৩৫ মিলিয়ন ডলারের ৪০ ধরনের জ্ঞানভিত্তিক পণ্য রপ্তানি করেছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।