সোমবার, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরানে হয়ে গেল ‘ইরান টেলিকম ২০১৯’

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২০, ২০১৯ 

news-image

তেহরানে হয়ে গেল টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি ও উদ্ভাবনী আইসিটি সলিউশন (ইরান টেলিকম প্লাস ২০১৯) প্রদর্শনী। মেলার এবারের ২৯তম পর্ব তেহরান পারমানেন্ট ইন্টারন্যাশনাল ফেয়ারগ্রাউন্ডে মঙ্গলবার শুরু হয়ে শেষ হয় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর)।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন ইরান সুপ্রিম কাউন্সিল অব সাইবারস্পেসের সচিব আবোলহাসান ফিরুজাবাদি, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের ইনোভেশন ও টেকনোলজি অ্যাফেয়ার্স উপমন্ত্রী সাত্তার হাশেমি, টেলিযোগাযোগ শিল্প সিন্ডিকেটের চেয়ারম্যান ফারামার্জ রাস্তেগার ও টেলিকমিউনিকেশন কোম্পানি অব ইরানের (টিসিআই) সিইও মাজিদ সাদরি।  

পাঁচ হাজার বর্গমিটার এলাকা জুড়ে দুটি হলে আয়োজিত তথ্যপ্রযুক্তি মেলায় ১১০টি কোম্পানি অংশ নেয়। একইসাথে ১৬ ডিসেম্বর ইন্টারন্যাশনাল ইনোভেটিভ সলিউশন অ্যান্ড টেলিকমিউনিকেশন এক্সিবিশন শুরু হয। গবেষণা ও প্রযুক্তি খাতের অর্জনাবলি নিয়ে আয়োজিত এই মেলায় প্রযুক্তির চাহিদা ও যোগান এবং দেশীয় উৎপাদন বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। প্রদর্শনী চলে ১৯ ডিসেম্বর পর্যন্ত। সূত্র: মেহর নিউজ এজেন্সি।