তেহরানে হস্তশিল্প পণ্যের বিক্রয় প্রদর্শনী
পোস্ট হয়েছে: জুন ২৪, ২০১৯
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2019/06/3159944.jpg)
ইরানের রাজধানী তেহরানে শুরু হয়েছে হস্তশিল্প পণ্যের বৃহত্তর বিক্রয় প্রদর্শনী। শনিবার (২২ জুন) উত্তরপূর্ব তেহরানের ইশরাক কালচারাল সেন্টারে এই প্রদর্শনী শুরু হয়। এদিন আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য মেলা উম্মুক্ত করা হয়।
ইভেন্টে ইরানের দশটি প্রদেশ থেকে শিল্পী ও কারুশিল্পে কর্মরত মানুষজন অংশ নেয়। এতে হস্তশিল্পের ওপর সরাসরি কর্মশালা প্রদর্শিত হচ্ছে বলে জানান তেহরান প্রদেশের পর্যটন প্রধান পাহরাম জানফেশান।
তিনি তেহরানের নাগরিকদের শিল্পীদের কাছ থেকে সরাসরি হস্তশিল্প পণ্য ক্রয়বিক্রয়ে আমন্ত্রণ জানান। তিনি বলেন, দেশে হস্তশিল্প পণ্যের সরবরাহের ক্ষেত্রে তেহরানকে সর্বোত্তম টার্গেট বাজার হিসেবে বিবেচনা করা হয়।
‘সাপোর্ট ফর ডমেস্টিক প্রোডাক্টস’ বা ‘দেশী পণ্যের সমর্থনে’ শীর্ষক এই বিক্রয় প্রদর্শনী চলবে ২৬ জুন পর্যন্ত।
ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, হস্তশিল্প ও পর্যটন সংস্থার তথ্যমতে, বিগত ইরানি বছরে (১৩৯৭ ফারসি বছর) হস্তশিল্প রপ্তানি থেকে ইরানের আয় হয়েছে ২৮৯ মিলিয়ন মার্কিন ডলার। এই রপ্তানি আগের বছরের তুলনায় ৩ শতাংশ বেশি। সূত্র: তেহরান টাইমস।