বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরানে সৃজনশীল ও উদ্যোক্তা নারীদের নিয়ে জাতীয় উৎসব

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২, ২০২১ 

news-image

ইরানের প্রথমবারের মতো সৃজনশীল ও উদ্যোক্তা নারীদের নিয়ে জাতীয় উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার রাজধানী তেহরানে বাহ্যিক ও ভারচুয়াল উভয়ভাবে এই উৎসব শুরু হবে। ইরানের জাতীয় উদ্ভাবনী তহবিল এই খবর দিয়েছে।

জাতীয় নারী দিবসের সাথে দুদিনব্যাপী এই ইভেন্টে সাম্প্রতিক বছরগুলোতে টেকসই অর্থনীতির বিকাশে নারীদের সফল উপস্থিতির ওপর জোর দেয়া হবে। একই সাথে যেসব নারী টেকসই অর্থনীতিতে অবদান রেখেছে তাদের সম্মাননা জানানো হবে।

গবেষণা ও উন্নয়নে ইরানি নারীদের গড় অংশগ্রহণ বেশি

বৈশ্বিক গড়ের চেয়ে গবেষণা ও উন্নয়নে ইরানি নারীদের অংশগ্রহণ বেশি। বিজ্ঞানে নারীদের অবদান বিষয়ে ইউনেসকোর ২০২০ সালের প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

২০১৯ সালে গবেষণা ও উন্নয়নে ইরানি নারীদের অংশগ্রহণ বাড়ে ২৭ দশমিক ৭ শতাংশ। ২০২০ সালে তা বেড়ে দাঁড়ায় ৩১ দশমিক ২ শতাংশে। যেখানে বৈশ্বিক নারীদের গড় অবদান বেড়েছে ৩০ শতাংশ। সূত্র: তেহরান টাইমস।