তেহরানে ষষ্ঠ আইওটি প্রদর্শনী চলছে
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৭, ২০২১

তেহরানে শুরু হয়েছে ষষ্ঠ ইন্টারনেট অব থিঙ্কস প্রদর্শনী (আইওটেক্স ২০২১)। সোমবার এই প্রদর্শনী শুরু হয়। আইওটি প্রদর্শনী চলে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। খবর আইআরএনএ এর।
আইওটি মেলায় দেশীয় আইওটি-ভিত্তিক পণ্য ও সেবার উন্মোচন করেন ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সোরেনা সাত্তারি। এতে যোগ দেন যোগাযোগ ও তথ্য প্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোহাম্মাদ-জাভাদ আজারি জাহরোমি।
প্রদর্শনীতে একটি আইওটি অপারেটর, স্মার্ট ফার্মিং সিস্টেম, স্মার্ট হেলথ গ্যাজেটস, শিল্প উৎপাদন লাইন পর্যবেক্ষণের গেটওয়ে, ফাইভ জি মোবাইল অপারেটর এবং দমকল বিভাগের সাথে ভবনগুলি সংযুক্ত করার একটি সিস্টেম উন্মোচন করা হয়। সূত্র: তেহরান টাইমস।