বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরানে শেষ হলো ৪ দিনব্যাপী আন্তর্জাতিক বিদ্যুৎ মেলা

পোস্ট হয়েছে: নভেম্বর ৪, ২০১৯ 

news-image

ইরানের রাজধানী তেহরানে শুরু হওয়া চার দিনব্যাপী ১৯তম ইরান আন্তর্জাতিক বিদ্যুৎ প্রদর্শনী (আইআইইই ২০১৯) গতকাল শেষ হয়েছে। গত ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত রাজধানীর পারমানেন্ট ইন্টারন্যাশনাল ফেয়ারগ্রাউন্ডসে এই মেলা অনুষ্ঠিত হয়। ইভেন্টে দেশি-বিদেশি ৪৪০টি কোম্পানি অংশ নিয়ে তারা তাদের সর্বশেষ পণ্য ও সেবা প্রদর্শন করে।

আয়োজকরা জানিয়েছেন, ‘আইআইইই ২০১৯’ এ জার্মানি, ইতালি, চীন, রাশিয়া, ফ্রান্স, জাপান, যুক্তরাজ্য, স্পেন, সুইজারল্যান্ড, বেলজিয়াম, তুরস্ক, ফিনল্যান্ড এবং লেবাননসহ ১৩টি দেশ থেকে ৩৬টি বিদেশি কোম্পানি যোগ দেয়। তারা মেলায় দর্শনার্থীদের কাছে তাদের সর্বশেষ পণ্য ও সেবা তুলে ধরে।

ইরান আন্তর্জাতিক বিদ্যুৎ মেলার এবারের আসরে বৈদ্যুতিক সরঞ্জাম ও বৈদ্যুতিক পরিবহনের সর্বশেষ আপডেটগুলো প্রদর্শন করা হয় বলে জানিয়েছেন আয়োজকেরা। সূত্র: মেহর নিউজ এজেন্সি।