তেহরানে শুরু হলো প্রথম ‘বিশ্ব মেয়র সম্মেলন’
পোস্ট হয়েছে: জুলাই ২০, ২০১৬

ইরানের রাজধানী তেহরানে প্রথমবারের মতো শুরু হয়েছে বিশ্ব মেয়র ও কাউন্সিলর সম্মেলন। বুধবার সকালে শুরু হওয়া দু দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
সম্মেলনে অংশ নেয়া মেয়র ও কাউন্সিলররা শহর ব্যবস্থাপনায় সর্বাধুনিক বৈজ্ঞানিক অর্জন নিয়ে আলোচনা করবেন।
এর আগে গত ৩ জুলাই তেহরানের বর্জ্য ব্যবস্থাপনা সংস্থার ব্যবস্থাপনা পরিচালক হোসেইন জাফারি জানিয়েছিলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১,৮০০ মেয়র ও কাউন্সিলর অংশ নেবেন প্রথম এ সম্মেলনে।
জাফারি জানিয়েছেন, সম্মেলনে যেসব দেশের মেয়র ও কাউন্সিলর অংশ নেবেন তার মধ্যে জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, বেলজিয়াম ও চেক প্রজাতন্ত্র রয়েছে। এছাড়া, আমেরিকা, ব্রিটেন, ইতালি ও সুইজারল্যান্ড থেকে একশ’র বেশি গবেষক ও বিনিয়োগকারী তেহরান সম্মেলনে অংশ নেবেন। সূত্র: পার্সটুডে