বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরানে শুরু হচ্ছে ৩৭তম ফজর আন্তর্জাতিক সঙ্গীত উৎসব

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১০, ২০২২ 

news-image

ইরানের রাজধানী তেহরানে শুরু হচ্ছে ৩৭তম ফজর আন্তর্জাতিক সঙ্গীত উৎসব। ইরানি সঙ্গীতজ্ঞদের সাথে ইতালিয়ান, ডাচ, আফগান এবং মিশরীয় শিল্পীদের মিলনমেলায় এই উৎসব শুরু হবে।ফজর আন্তর্জাতিক সঙ্গীত উৎসবকে ইরানের সবচেয়ে মর্যাদাপূর্ণ বাদ্যযন্ত্র অনুষ্ঠান হিসেবে গণ্য করা হয়। উৎসবটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৬ সালে। ইউনেস্কো অধিভুক্ত ফজর সঙ্গীত উৎসবে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগ রয়েছে।৩৭তম ফজর আন্তর্জাতিক সঙ্গীত উৎসবে যন্ত্র, আঞ্চলিক, ধ্রুপদী, আন্তর্জাতিক, অর্কেস্ট্রাল, পপ, ফিউশন এবং মহিলাদের সঙ্গীত বিভাগে ৬৩টি দলের ৬৯টি পরিবেশনা সম্পন্ন হবে।এছাড়াও তেহরানের ওয়াহদাত হল, রৌদাকি হল, দেহলভি হল, নিয়াভারন সাংস্কৃতিক কেন্দ্র, আরাসবারান সাংস্কৃতিক কেন্দ্র এবং আন্তর্জাতিক প্রদর্শনীর মিলাদ হলে ৩৭তম ফজর আন্তর্জাতিক সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হবে। সূত্র: ইরনা।