তেহরানে শুরু হচ্ছে আন্তর্জাতিক কারাতে কাপ
পোস্ট হয়েছে: ডিসেম্বর ৪, ২০১৭

১৩তম ইরান জামিন কারাতে কাপ টুর্নামেন্ট শুরু হচ্ছে তেহরানে। আন্তর্জাতিক এই কারাতে প্রতিযোগিতায় বিভিন্ন দেশের অ্যাথলেটরা অংশগ্রহণ করবেন।
ইরানের ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশটির কারাতে ফেডারেশন এই টুর্নামেন্টের আয়োজন করেছে। ১৩তম ইরান জামিন কারাতে কাপ তেহরানে ২১ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে পরের দিন ২২ ডিসেম্বর।
এ পর্যন্ত আন্তর্জাতিক এ কারাতে প্রতিযোগিতায় নাম লেখানো দেশগুলোর মধ্যে আর্মেনিয়া, জর্জিয়া, দক্ষিণ কোরিয়া, ইরাক ও আযারবাইজান অন্যতম। এছাড়াও আয়োজক কমিটি উজবেকিস্তান, তুরস্ক, ইউক্রেন ও জাপানের অ্যাথলেটদের টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে।
ওয়ার্ল্ড শোতোকান কাতাতে-ডু ফেডারেশনের প্রতিষ্ঠাতা জাপানের হিতোশি কাসু্ইয়া সেনসেই টুর্নামেন্টে সুপারভাইজার হিসেবে যোগ দেবেন। টুর্নামেন্ট শুরুর আগে তিনি একটি টেকনিক্যাল সেমিনারে প্রধান অতিথি হিসেবে থাকবেন। টুর্নামেন্ট শেষে অ্যাথলেটরা একটি প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নেবেন।
কারাতে কাপের নারী ও জুনিয়র বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর, পুরুষ বিভাগের খেলা অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর।
সূত্র: মেহের নিউজ এজেন্সি।