মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরানে শুক্রবার থেকে এআইবিডি’র ১৫তম সম্মেলন শুরু

পোস্ট হয়েছে: আগস্ট ২৫, ২০১৬ 

news-image

ইরানের রাজধানী তেহরানে শুক্রবার থেকে শুরু হচ্ছে এাশয়া-প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্ট(এআইবিডি)`র ১৫ তম বার্ষিক সাধারণ সম্মেলন ও ৪২তম বৈঠক।

ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)র আয়োজনে এই সম্মেলন ২৫ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ২৭ আগস্ট পর্যন্ত। ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার নিজস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠেয় এই সম্মেলনে বিশ্বের অন্তত ১৭ দেশের ৬০ জন প্রতিনিধি অংশ নেবেন।

১৯৭৭ সালে ইউনেস্কোর তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয় এই সংস্থাটি। সংস্থাটির সদর দফতর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত। এরইমধ্যে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিন ভূইয়াসহ আরও চারজন অতিথি তেহরানে এসে পৌঁছেছেন। সূত্র: পার্সটুডে