শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরানে শীঘ্রই চালু হচ্ছে ইরানের সর্ববৃহৎ থিয়েটার সেন্টার

পোস্ট হয়েছে: জুন ২১, ২০১৬ 

news-image

ইরানের সর্ববৃহৎ প্রফেশনাল থিয়েটার সেন্টারের নির্মাণ কাজ শেষ হয়েছে।শিগগিরি দক্ষিণ তেহরানে নির্মিত এই  থিয়েটার সেন্টারের উদ্বোধন করা হবে।

নাটক মঞ্চস্থ , চলচ্চিত্র প্রদর্শন, কনসার্ট, প্রদর্শনী ও কর্মশালা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মযজ্ঞ চলবে এ থিয়েটার সেন্টারে। তেহরান মিউনিসিপ্যাল কালচারাল স্পেসেস ডেভলপমেন্ট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আলীরেজা জাফারি বলেছেন, বিশাল আয়তনে সাংস্কৃতিক কর্মকাণ্ড চলবে ওই থিয়েটার সেন্টারকে ঘিরে। তেহরানের পরিধি যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে সাংস্কৃতিক আয়োজনে কোনো ঘাটতি যাতে না পড়ে সে জন্যে এই বিশাল থিয়েটার সেন্টার নির্মাণ কাজ শুরু হয়।

থিয়েটার সেন্টারটিতে ১ হাজার দর্শকের স্থান সংকুলান হয় এমন একটি হল ছাড়াও দেড়’শ আসনের আরো চারটি হলরুম রয়েছে। পুতুল প্রদর্শনীর জন্যে রয়েছে শতাধিক আসন সম্বলিত আরেকটি হল রুম। চলমান মঞ্চ রয়েছে যেগুলোর গভীরতা ১৮ ফুট। পাশাপাশি দৃশ্য ধারণক্ষমতা সম্পন্ন এসব মঞ্চে রয়েছে প্রফেশনাল প্রজেক্টর। আন্তর্জাতিকমানের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এ থিয়েটার সেন্টারে করা যাবে অনায়াসে।

সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন