তেহরানে শান্তির প্রচারে শিল্প উৎসব
পোস্ট হয়েছে: আগস্ট ২৩, ২০১৭

ইরানে অনুষ্ঠিত হতে যাচ্ছে শান্তির জন্য শিল্প উৎসব তথা আর্টস ফর পিস ফেস্টিভাল। দশদিন ব্যাপী এ উৎসবের আয়োজন করছে ইরানি শিল্পীদের সংগঠন ’ইরানি আর্টিস্ট ফোরাম’। আর্টস ফর পিস ফেস্টিভালের এবারের ৫ম আসর আগামী ১২ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুষ্ঠান পরিচালনা কমিটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
ইভেন্টের সেক্রেটারি ফেরেইদান ফারবুদ বলেছেন, উৎসবের এবারের ৫ম আসরে ইরান ও অন্যান্য ২০টি দেশের শিল্পীদের চিত্রকর্ম প্রদর্শিত হবে।
তিনি জানান, প্রদর্শনিতে বিভিন্ন ক্যাটাগরির পেইন্টিং, ফটোগ্রাফি, ভাস্কর্য, গ্রাফিক ডিজাইন, ইনস্টলেশন এবং ভিডিও শিল্পের বৈচিত্র্যময় শিল্পকর্ম দেখানো হবে।
ফারবুদ আরো জানান, ২১ সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবসের দিন উৎসবের সমাপনী অনুষ্ঠান হবে। এদিন একটি বিশেষ প্রোগামের আয়োজন করা হয়েছে।
এ অনুষ্ঠানে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমন একজন ব্যক্তিকে প্রতি বছর মেডেল দিয়ে সম্মাননা জানান আয়োজকেরা।
দশদিন ব্যাপী এ শিল্প উৎসব ইরানি আর্টিস্ট ফোরামের বিভিন্ন গ্যালারিতে অনুষ্ঠিত হবে।
সূত্র: তেহরান টাইমস।