তেহরানে রোবোকাপ ইরানওপেন-২০২৩ অনুষ্ঠিত
পোস্ট হয়েছে: এপ্রিল ৩০, ২০২৩
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2023/04/4509834.jpg)
ইরান এবং অন্য আরও ছয়টি দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতার (রোবোকাপ ইরানওপেন ২০২৩) ১৭তম পর্ব। ২৬ থেকে ২৮ এপ্রিল ইসলামি আজাদ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক এই রোবোটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এবার রোবোকাপ ইরানওপেনে মিশর, চীন, আফগানিস্তান, ব্রাজিল, রাশিয়া এবং জার্মানি ছিল বিদেশী অতিথি। এসব দেশের শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রোগ্রামিং এর মতো রোবোটিক্স সম্পর্কিত ক্ষেত্রে ইরানি দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। সূত্র: তেহরান টাইমস।