তেহরানে মেট্রোর চাহিদা তুঙ্গে
পোস্ট হয়েছে: মার্চ ১৮, ২০১৮
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2018/03/2742781.jpg)
যানজট এড়িয়ে আধুনিক শহরগুলোতে মেট্রোকেই বেছে নেন নাগরিকরা। ইরানের রাজধানী তেহরান এর ব্যতিক্রম নয়। এর ফলে তেহরানে মেট্রো রেলের চাহিদা বিপুল পরিমাণে বেড়ে গেছে। তেহরানের মেয়র মোহাম্মদ আলী নাজাফি বলেছেন, এ মূহুর্তে আরো ১৩’শ মেট্রোকার শহরটির বাসিন্দাদের চাহিদা মেটাতে প্রয়োজন। গত বৃহস্পতিবার তেহরান মেট্রোরেলের জন্যে ৪৬টি নতুন মেট্রোকার সংযোজন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
একই সঙ্গে তেহরানের বাসিন্দারা বাসসহ অন্যান্য যানবাহনের চেয়ে মেট্রোকারকেই পছন্দ করছেন বেশি। বায়ু দূষণ এড়াতেও মেট্রোকার বেছে নিচ্ছেন অনেকে। একটি মেট্রোকারের মূল্য ১১ লাখ ইউরো। চীনের দুটি প্রতিষ্ঠান ও ইরানের একটি প্রতিষ্ঠান যৌথ উদ্যোগে ৬৩০টি মেট্রোকার উৎপাদনের উদ্যোগ নিয়েছে। এসব মেট্রোকার চলবে তেহরান সাবওয়েতে। এজন্যে খরচ হচ্ছে ৭৮২.৬৬ মিলিয়ন ডলার যার জন্যে ঋণ দিচ্ছে চীন। ২৩ মাসের মধ্যে এসব কার তেহরানের পাতাল রেলে সংযুক্ত করা হবে। তেহরান টাইমস