তেহরানে মালয়েশিয়া-ইরান পাম ওয়েল বাণিজ্য মেলা
পোস্ট হয়েছে: জানুয়ারি ১, ২০১৭

ইরানের রাজধানী তেহরানে মালয়েশিয়ান পাম ওয়েল কাউন্সিল মালয়েশিয়া-ইরান পাম ওয়েল বাণিজ্য মেলার আয়োজন করছে। আগামি ৭ ও ৮ ফেব্রুয়রি এ মেলায় সেমিনারও অন্তর্ভুক্ত থাকছে। মালয়েশিয়ার প্লানটেশন ইন্ডাস্ট্রিস ও কমোডিটিস মন্ত্রী মাহ সিউ কিওং ওই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। মেলার উদ্বোধনও করবেন মাহ।
ইরানের নাগরিকদের কাছে পাম ওয়েলের পুষ্টিগুণ ও খাদ্য এবং অন্যান্য শিল্পে এর ব্যবহারের বিষয়গুলো তুলে ধরা হবে মেলায়। গত ১১ মাসে ইরান মালয়েশিয়া থেকে ৩ লাখ ৫১ হাজার টন পাম ওয়েল আমদানি করেছে। ভেজিটেবল ফ্যাট হিসেবে পাম ওয়েল হজম বেশ কঠিন। তবে সস্তা বলে বাণিজ্যিকভাবে খাদ্য তৈরিতে ব্যাপকভাবে পাম ওয়েল ব্যবহার হয়ে থাকে। সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন