তেহরানে মহাত্মা গান্ধীকে স্মরণ
পোস্ট হয়েছে: অক্টোবর ১৬, ২০১৭

ইরানের রাজধানী তেহরানে দি সেন্টার ফর দি গ্রেট ইসলামিক এনসাইক্লোপেডিয়া আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের স্বাধীনতা আন্দোলনের মহান নেতা মহাত্মা মোহনদাস করমচাঁদ গান্ধীকে স্মরণ করা হয়। এ অনুষ্ঠানে ইরানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সৌরভ কুমার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তরা বলেন, মহাত্মা গান্ধী শান্তিবাদে বিশ্বাসী ছিলেন। মহাত্মা গান্ধী রচিত বেশ কিছু বই প্রদর্শন করা হয় অনুষ্ঠানে। অনুষ্ঠানটির আয়োজন করে ফারসি মাসিক পত্রিকা ‘বোখারা’ ও ভারতীয় দূতাবাস। তেহরান টাইমস