বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরানে বিজ্ঞান অলিম্পিয়াড

পোস্ট হয়েছে: আগস্ট ৮, ২০১৬ 

news-image
ইরানের রাজধানী তেহরানে গণিতরসায়ন ও পরিসংখ্যান অলিম্পিয়াড শুরু হয়েছে রোববার। শহীদ বেহেস্তি বিশ্ববিদ্যালয়ে এ আয়োজন করা হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা তাসনিম। রোববার থেকে শুরু হওয়া এ অলিম্পিয়াড চলবে ৫দিন। রাশিয়া,তাতারস্তানইউক্রেনতুর্কেমেনিস্তানভারতইরাকপোল্যান্ড ও স্লোভেনিয়ারপ্রতিযোগীরা ইরানের ছাত্রছাত্রীদের সঙ্গে অলিম্পিয়াডে অংশ নিচ্ছে। তারা পরস্পরের সাথে প্রথম তিনটি স্থানের জন্যে প্রতিযোগিতা করবে।
 
৫০ জন বিদেশি ছাত্র১২ জন বিদেশি অধ্যাপক ও ১৫ জন ইরানি ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করবেন। দুদিনব্যাপী পরীক্ষার পর ফাইনাল রেজাল্ট দেয়া হবে বৃহস্পতিবার। সমাপনী অনুষ্ঠানে প্রতিটি বিষয়ের ক্ষেত্রে প্রথম তিনটি স্থান লাভকারী প্রতিযোগীদের মধ্যে পদক বিতরণ করা হবে। সূত্র: তেহরান টাইমস