শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরানে বসছে আন্তর্জাতিক গল্প বলার উৎসব

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১১, ২০১৮ 

news-image

ইরানের রাজধানী তেহরানে শুরু হচ্চে ২১তম আন্তর্জাতিক গল্প বলার উৎসব। আন্তর্জাতিক এই প্রতিদ্বন্দ্বিতায় এবার অংশ নিয়ে গল্প শোনাবেন ইরান ও অন্যান্য দেশ থেকে আসা ১৫ জন প্রতিযোগী। সোমবার উৎসবের আয়োজকরা এই ঘোষণা দিয়েছেন।

ইভেন্টে বিদেশ থেকে অংশ নেয়া প্রতিযোগীদের মধ্যে ফ্রান্সের অলিভার ভিলানোভ, স্পেনের ফ্লোর কারনালেস ও তুরস্কের সৈয়দা সেভিক উল্লেখযোগ্য। ইরানের ইনস্টিটিউট ফর ইনটেলেকচুয়াল ডেভেলপমেন্ট অব চিলড্রেন অ্যান্ড ইয়ং অ্যাডাল্টস (আইআইডিসিওয়ায়এ) প্রতি বছর এই উৎসবের আয়োজন করে থাকে।  

অন্যান্য বিদেশি প্রতিযোগীর মধ্যে কোরিয়া থেকে অংশ নিচ্ছে অ্যালিসিয়া ডঙজু ব্যাঙ, অস্ট্রেলিয়া থেকে কিরন কান্তিলাল শাহ, আফগানিস্তান থেকে আহমাদ হোসেইন জাহের ও জোহরেহ শরিফি।

গল্প শোনানোর উৎসব ১৭ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ২০ ডিসেম্বর। তরুণ প্রজন্মকে গল্প বলার প্রতি উদ্বুদ্ধ করতে প্রতি বছর এই উৎসবের আয়োজন করা হয়।

এছাড়াও ইরানের আরও কিছু সংখ্যক গল্পবলিয়ে উৎসবের আন্তর্জাতিক ক্যাটাগরিতে পারফর্ম করার জন্য মনোনীত হয়েছেন। এসব ইরানি গল্পবলিয়ে হলেন- ফাতেহে রুহিরহিম, এসমাইল জাবি, প্যারিসা সেদাই, গোলশান হাসানভান্ড, নাজম আহহাদেদ, সোমাইয়েহ আমিরী, মরিয়ম ফাহিমপুর ও ফারজাদ শির্মোহমাদি। উৎসবে অংশ নেয়ার জন্য আবেদন করা প্রায় ৪শ জনের মধ্য থেকে তাদের বাছাই করা হয়।

গল্প পাঠের আসরে আন্তর্জাতিক ক্যাটাগরিতে বিচারকের দায়িত্ব পালন করবেন অভিনেত্রী মাহতাব কেরামতি এবং লেখক ও সাংবাদিক মানসুর জাবেতিয়ান। জাতীয় বিভাগে বিচারকের দায়িত্ব পালন করবেন ইরানের শিশুতোষ সেলেব্রেটি লেখক হুশাঙ মোরাদি, অভিনেতা এহতেরাম বোরুমান্দ, লেইলি রাশিদি ও সাহিত্যিক আলি খানজানি। সূত্র: তেহরান টাইমস।