তেহরানে ‘ফারসির ভাষার মাধুর্য’ শীর্ষক সম্মেলন
পোস্ট হয়েছে: আগস্ট ৯, ২০১৬

ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হল ‘ফারসি ভাষার মাধুর্য’ শীর্ষক তৃতীয় সম্মেলন। গত ৭ আগস্ট রোববার ইসলামি যোগাযোগ ও সংস্কৃতি সংস্থার উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। গত ৪ আগস্ট থেকে ইরানের সাদি ইন্সটিটিউট ও আল্লামা তাবাতাবাঈ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ৮৩তম ফারসি ভাষা ও সাহিত্য বিষয়ক রিফ্রেশার কোর্স। এই কোর্সে অংশগ্রহণকারী বিশ্বের ৪১ টি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ২১০ জন ছাত্র ও শিক্ষক এই সম্মেলনে উপস্থিত ছিলেন। এই কোর্স চলবে ২৯ আগস্ট পর্যন্ত।
এই সম্মেলনে অংশগ্রহণকারী ইয়াং মিন জিয়া নামের এক চীনা ছাত্রী এক সাক্ষাৎকারে বলেন, গবেষণার জন্য ইরান খুবই ভালো একটা দেশ। আমি আমার ইরান সফরের কথা কখনোই ভুলবো না। পর্যটকদের আকৃষ্ট করার মতো এই দেশে অনেক কিছু আছে। তিনি বলেন, ইরানি সংস্কৃতি যেমন সমৃদ্ধ ইরানি মানুষগুলো তেমনি অতিথিপরায়ণ। ইয়াং মিন জিয়া আরো বলেন, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ছাত্রী হিসেবে আমি চাই ইরানের প্রাচীন ইতিহাস নিয়ে গবেষণা করতে। সূত্র: ইকরো অনলাইন