তেহরানে প্রথম বায়ো প্রদর্শনী শুরু
পোস্ট হয়েছে: জানুয়ারি ২৭, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/01/3671536.jpg)
ইরানের রাজধানী তেহরানে মেডিকেল বায়োপ্রযুক্তি পণ্য ও সংশ্লিষ্ট শিল্পের ওপর প্রথম আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনী শুরু হয়েছে। তেহরানের অলিম্পিক হোটেলে মঙ্গলবার ‘ইরানবায়ো’ শীর্ষক এই প্রদর্শনী শুরু হয়।
জাতীয় বায়োপ্রযুক্তি শিল্পের সক্ষমতা ও সম্ভাবনা তুলে ধরা, তথ্য ও প্রযুক্তি হস্তান্তরের জন্য একটি প্লাটফর্ম তৈরি করা এবং বায়োপ্রযুক্তির বিভিন্ন খাতের সর্বশেষ সাফল্যগুলো উপস্থাপন করাই মেলার উদ্দেশ্য।
ইরানবায়ো মেলায় বায়োপ্রযুক্তি, ওষুধ উৎপাদন, মেডিকেল সরঞ্জাম ও টিকা উৎপাদন সংশ্লিষ্ট ৩০টি বুথ রয়েছে। করোনা ভাইরাসের বিস্তারের কারণে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি অনুসারে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।