সোমবার, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরানে নির্মাণ শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী

পোস্ট হয়েছে: আগস্ট ১০, ২০১৭ 

news-image

ইরানের রাজধানী তেহরানে চার দিন ব্যাপী নির্মাণ শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হতে যাচ্ছে। এবারের ১৭তম প্রদর্শনী তেহরানের ইন্টারন্যাশনাল ফেয়ারগ্রাউন্ডে ১২ আগস্ট শুরু হবে। প্রদর্শনী চলবে ১৫ আগস্ট পর্যন্ত।

নির্মাণ পণ্যের এই আন্তর্জাতিক প্রদর্শনীতে স্থাপত্য, নির্মাণ শিল্প, নির্মাণ যন্ত্রপাতি, কনক্রিট মেশিনারিজসহ ডিজাইন ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন উপকরণ স্থান পাবে।

ইরানের চেম্বার অব কোঅপারেটিভ এর কর্মকর্তা মোহাম্মাদ করিমি জানিয়েছেন, প্রদর্শনীতে ইরানের ৮৯০টি এবং বিদেশের ৩৯০টি কোম্পানি বা তাদের প্রতিনিধিরা অংশ নেবে।

প্রদর্শনীতে অংশ নেয়া উল্লেখযোগ্য রাষ্ট্রগুলি হলো- তুরস্ক, চীন, জার্মানি, ইতালি, কানাডা, অস্ট্রিয়া, স্পেন, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ইউক্রেন, বেলজিয়াম, পর্তুগাল, তাইওয়ান এবং রাশিয়া। মেলায় অংশগ্রহণকারী কোম্পানিগুলি তাদের সর্বশেষ অর্জিত পণ্যসামগ্রী প্রদর্শন করবে। সূত্র: ফিনান্সিয়াল ট্রিবিউন।