তেহরানে নির্মল যাতায়াতের প্রচারে নারী সাইক্লিস্টদের এনজিও
পোস্ট হয়েছে: আগস্ট ২১, ২০১৭

পশ্চিম তেহরানে একটি এনজিও প্রতিষ্ঠা করেছে একদল নারী সাইক্লিস্ট। তাদের লক্ষ্য এ এনজিও’র মাধ্যমে সাশ্রয় মূল্যে ও নির্মল যাতায়াত ত্বরান্বিত করা।
এসব নারী বাইক চালকরা তেহরান পৌরসভার শাহারবানু স্পোর্টস অ্যান্ড কালচারাল কমপ্লেক্সের সদস্য। এটি তেহরান পৌরসভার ডিস্ট্রিক্ট ২১ এর একটি ভেন্যু।
ক্যাম্পেইনটি ‘ইট স্টার্টস উইথ আস’ নামের একটি প্রকল্পের অংশ যার প্রাথমিক লক্ষ্য সাইকেল চালানোর সংস্কৃতি জোরদার, ট্রাফিক আইন, পরিচ্ছন্ন বায়ু ও সেইসাথে পথচারীদের অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন।
তেহরান পৌরসভার পরিবহন দফতর স্ট্রিট থিয়েটর পারফরমারদের সহায়তায় গত ফেব্রুয়ারিতে ক্যাম্পেইনটি চালু করে।- তেহরান টাইমস।