সোমবার, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরানে নবায়নযোগ্য জ্বালানির আন্তর্জাতিক প্রদর্শনী

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২০, ২০২০ 

news-image

তেহরানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরান ইন্টারন্যাশনাল রিনিউয়েবল অ্যানার্জি, লাইটিং অ্যান্ড অ্যানার্জি সেভিং এক্সহিবিশন। নবায়নযোগ্য জ্বালানির আন্তর্জাতিক এই প্রদর্শনীর এবারের ১২তম পর্ব আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ২৮ ফেব্রুয়ারি।  

চার দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে তেহরানের ইন্টারন্যাশনাল পারমানেন্ট ফেয়ারগ্রাউন্ডে। বর্তমান সময়ের বড় দুটি বিষয়- জ্বালানির দক্ষ ব্যবহার এবং পরিবেশগত সুরক্ষা- এই দুটি বিষয়কে সামনে রেখে প্রদর্শনীর আয়োজন করা হবে।

প্রদর্শনীটিতে সর্বশেষ উদ্ভাবনী পণ্যসামগ্রী এবং এই খাতের অত্যাধুনিক প্রযুক্তিসমূহ প্রদর্শন করা হবে। ইভেন্টে বিদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলো ইরানে তাদের কার্যক্রমের বিকাশ ও সম্প্রসার ঘটানোর সুবর্ণ সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে। এছাড়া বাণিজ্য মেলাটি অংশগ্রহণকারীদের মধ্যে পরস্পর তথ্য আদান-প্রদান ও অভিজ্ঞতা বিনিময়ের একটা দারুন প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।