তেহরানে নতুন মেয়র
পোস্ট হয়েছে: মে ১৫, ২০১৮
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2018/05/02_mayor-1.jpg)
মোহাম্মদ আলী আফশানি ইরানের রাজধানী তেহরানের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন। তেহরান সিটি কাউন্সিলে তিনি কাউন্সিলরদের ২২ টি ভোটের ১৯টি পান। সামিওল্লাহ মাকারেম- হোসেইনি ছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী । তবে নতুন মেয়র আফশানি রাজনৈতিকভাবে অতটা সুপরিচিত ছিলেন না। তিনি ফারস প্রদেশে গভর্নর জেনারেল ও আরবান ডেভলপমেন্ট মন্ত্রণালয়ে উপমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
মেয়র নির্বাচিত হবার পর আফশানি বলেছেন, তেহরানকে আরো বাসযোগ্য ও পরিবেশ বান্ধব করে তোলা, টেকসই উন্নয়ন ও নাগরিকদের প্রয়োজন পূরণ করাই হবে তার ব্রত। তেহরানে ১ কোটি ২০ লাখ বাসিন্দা রয়েছে। শহরের অবকাঠামোগত উন্নয়ন, দক্ষ পরিবহন ব্যবস্থা ও নগর ব্যবস্থাপনা আরো উন্নত করা জরুরি। এ বছরের শুরুতে শারীরিক অসুস্থতার কারণে তেহরানের মেয়র মোহাম্মাদ আলী নাজাফি পদত্যাগ করলে তেহরানের মেয়র পদ শূন্য হয়ে পড়ে। – ফিনান্সিয়াল ট্রিবিউন |