রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরানে নগর চলচ্চিত্র উৎসব

পোস্ট হয়েছে: আগস্ট ২, ২০১৭ 

news-image

ইরানের রাজধানী তেহরানের আর্ট মিউজিয়াম গার্ডেনে ষষ্ঠ ইন্টারন্যাশনাল আরবান ফিল্ম ফেস্টিভালের পর্দা উঠেছে। গত রোববার এই নগর চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে, চলবে ৫ আগস্ট পর্যন্ত।

চলচ্চিত্র উৎসবের এবারের আসরে উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের প্রখ্যাত অভিনেত্রী ফাতেমেহ মোতামেদ-আরিয়াকে সম্মাননা জানানো হয়েছে। ইরানি চলচ্চিত্র জগতে তার দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই আজীবন সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানে তিনি বলেন, ‘ইরানি সিনেমার একজন সদস্য হিসেবে আমি আশা করছি আমরা আমাদের শহরের পরিকল্পনাগত ত্রুটি কমাতে সাহায্য করতে পারব এবং আমাদের নাগরিকদের মাঝে শান্তি অবস্থা প্রতিষ্ঠায় অবদান রাখতে পারব।’

৫৬ বছর বয়সী মোতামেদ-আরিয়া বিপ্লোবত্তর ইরানি সিনেমার অন্যতম স্বীকৃতিপ্রাপ্ত অভিনেত্রী। তিনি ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নয়বার সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেয়েছেন এবং ক্রিস্টাল সিমোর্গ (পদক) জিতেছেন চারবার।

এছাড়া তিনি মানবিক সহায়তা ও চ্যারিটির জন্য অর্থ সংগ্রহ কার্যক্রমে ঘনিষ্ঠভাবে জড়িত। বিশ্বশান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও অবদান রেখেছেন প্রবীণ এই অভিনেত্রী।  সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন।