বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরানে দৃষ্টিপ্রতিবন্ধীদের কুরআন প্রতিযোগিতা, ইরান শীর্ষে

পোস্ট হয়েছে: মে ১৭, ২০১৬ 

news-image

ইরানের রাজধানী তেহরানে ৩৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার পাশাপাশি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য প্রথম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

হেফজ বিভাগে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শেষে উত্তীর্ণদের নাম ঘোষণা করা হয়েছে।

তেহরানের ‘মুসাল্লায়ে ইমাম খোমেনি (রহ.)’-এ ৩৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। রাজধানী তেহরানে পবিত্র জুমা ও ঈদের নামাজ আয়োজনের লক্ষ্যে বিশাল যে মাঠ ও কমপ্লেক্স তৈরি করা হয়েছে, তা ‘মুসাল্লায়ে ইমাম খোমেনি (রহ.)’ নামে পরিচিত। কুরআন প্রতিযোগিতার পাশাপাশি সেখানে কুরআন প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি আব্দুল গাফুর জুহারচী প্রথম স্থান অধিকার করেছেন। এছাড়াও তুরস্কের প্রতিনিধি আহিমাত সারিকায়া ও তিউনিশিয়ার প্রতিনিধি পর্যায়ক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন। সূত্র: ইকনা