তেহরানে ডিজিটাল স্বাস্থ্য উৎসব
পোস্ট হয়েছে: অক্টোবর ২৪, ২০১৮

ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়ে গেল ডিজিটাল স্বাস্থ্য উৎসব। দেশটিতে প্রথমবারে মতো এই উৎসবের আয়োজন করে ইরান ইউনিভার্সিটি অব মেডিকেল সাইন্স ও স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ডিজিটাল স্বাস্থ্য উৎসবটি সম্পন্ন হয়।
উৎসবে স্টার্ট-আপ নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে স্বাস্থ্য খাতের নেতৃস্থানীয় স্টার্ট-আপগুলো অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করে কর্তৃপক্ষ।
ডিজিটাল আর্টস, মোবাইল অ্যাপলিকেশন ও ওয়েবসাইট বিষয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইভেন্টের ওয়েবসাইটে দেয়া তথ্যমতে, সাড়ে তিনশ ব্যক্তি ও দল এতে অংশ নেয়।
স্বাস্থ্য উৎসবের পাশাপাশি একটি প্রদর্শনীও অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্যসেবা খাতে তৎপর ৭০টির অধিক স্টার্ট-আপ তাদের পণ্য ও সেবা নিয়ে দর্শনার্থীদের কাছে হাজির হন। ১৭ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত প্রদর্শনীটির লক্ষ্য ছিল এই খাতে তৎপর কোম্পানিগুলোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা। স্টার্ট-আপের জন্য অবস্থা তৈরি করে অর্থায়ন ও বিনিয়োগ আকর্ষণ করা। সূত্র: ফিনানসিয়াল ট্রিবিউন।