বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরানে ‘টিআইএম ২০২০’ এ ২০ বিদেশি কোম্পানি

পোস্ট হয়েছে: জানুয়ারি ২৮, ২০২০ 

news-image

ইরানের দ্বিতীয় টেকনোলজি ইনভেস্টমেন্ট মিটিংয়ে (টিআইএম ২০২০) যোগ দেবে ২০টি বিদেশি বিনিয়োগকারী কোম্পানি। ৪ থেকে ৫ ফেব্রুয়ারি তেহরানের পারদিস টেকনোলজি পার্কে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

‘টিআইএম ২০২০’ এ পাকিস্তান, মিশর, নাইজেরিয়া, ইথিওপিয়া, বাংলাদেশ, লেবানন, ভারত ও সিরিয়ার কোম্পানির পাশাপাশি ১০০ দেশীয় বিনিয়োগকারী কোম্পানি অংশ নেবে। শনিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সভার সচিবালয়ে এ পর্যন্ত ১শটি প্রকল্প জমা পড়েছে। এর মধ্যে ১৫টি প্রকল্পের অনুমোদন করা হয়েছে এবং সেগুলি বিদেশি কোম্পানির কাছে তুলে ধরা হয়েছে। এসব প্রকল্পের তিনটি মেডিকেল সরঞ্জাম, ওষুধ ও বিনিয়োগের জন্য নতুন জ্বালানি খাতের। এছাড়া বিদেশি স্টার্ট-আপদের থেকে ফিনটেক ও ইন্টারনেট সেবা খাতে যৌথ উদ্যোগে দুটি প্রকল্পের প্রস্তাবনা দেয়া হয়েছে। সূত্র: তেহরান টাইমস।