তেহরানে চলছে তিনদিনব্যাপী ওষুধ মেলা
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৬, ২০১৯

ইরানের রাজধানী তেহরানে চলছে তিনদিনব্যাপী ওষুধ মেলা ‘ইরান ফার্মা ২০১৯’। তেহরানের মোসাল্লায় মঙ্গলবার ওষুধ ও সংশ্লিষ্ট শিল্প পণ্যের ৫ম আন্তর্জাতিক প্রদর্শনী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
ইরানের স্বাস্থ্য ও মেডিকেল শিক্ষা মন্ত্রী সায়িদ নামাকি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট সোরেনা সাত্তারির উপস্থিতিতে ‘ইরান ফার্মা ২০১৯’ এর শুভ উদ্বোধন করা হয়।
তেহরানের মোসাল্লায় প্রায় ৩৫ হাজার বর্গমিটার জায়গাজুড়ে নির্মিত মেলায় নানান রকম ওষুধ ও সংশ্লিষ্ট পণ্যের প্রদর্শনী চলছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের সাড়ে পাঁচশ স্টল রয়েছে। ৩০ হাজার দর্শনার্থী এবারের মেলা পরিদর্শন করবে বলে আশা করা হচ্ছে।
ইরান ফার্মা মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার (মিনা অঞ্চল) দেশগুলোর সবচেয়ে বড় ওষুধ মেলা। এই মেলাকে অঞ্চলের কেন্দ্রীয় মার্কেট হিসেবে বিবেচনা করা হয়। এখানে ভোক্তা রয়েছে প্রায় অর্ধ বিলিয়ন।
৫ম ইরান ফার্মা এক্সপো ২৬ সেপ্টেম্বর শেষ হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।