মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরানে ‘গার্লস অব টারকোয়েজ ল্যান্ড’ শীর্ষক চিত্র প্রদর্শনী

পোস্ট হয়েছে: মে ১৫, ২০১৭ 

news-image

ইরানের রাজধানী তেহরানে শুরু হয়েছে ‘গার্লস অব টারকোয়েজ ল্যান্ড’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী। গত পাঁচ মে উত্তর তেহরানের ভালি আর্ট গ্যালারিতে প্রদর্শনী শুরু হয়েছে। চলবে ১৬ মে পর্যন্ত। প্রতিদিন বিকেল চারটা থেকে রাত ৮ টা পর্যন্ত সবার জন্য উম্মুক্ত থাকবে।

ফিনানসিয়াল ট্রিবিউনের খবরে বলা হয়, ইরানি চিত্র শিল্পী, ক্ষুদ্র চিত্রাঙ্কনে পারদর্শী ও কালিগ্রাফার বেহজাদ বুজোরগির (৪৫) উদ্যোগে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

প্রদর্শনীতে ক্ষুদ্র চিত্রকলার সমৃদ্ধ ও প্রাচীন ফার্সি স্কুলকে আধুনিক পদ্ধতিতে তুলে ধরা হবে। বিশেষত এই চিত্রাঙ্কনের মাধ্যমে মুখমণ্ডলের বর্ণনা নান্দনিকভাবে উপস্থাপন করা হবে। সাধারণত চারুকলায় ফার্সি স্কুলের অনুকরণ করা হয়। কিন্তু কৌশলের সঙ্গে নয়। এই প্রদর্শনীতে কৌশলের সঙ্গে চিত্রকলাকে উপস্থাপন করা হবে।

বুজোরগি বলেন, ইরানি ক্ষুদ্র চিত্রকলায় আমার বিশেষ আগ্রহ ছিল। কয়েক বছর আগে তা থেকে আমি সরে এসছি। আমার চিত্রকর্মে নতুন দৃষ্টিভঙ্গি খাপ-খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

সূত্র: ফিনানসিয়াল ট্রিবিউন।