তেহরানে কাঁচে আঁকা চিত্রপ্রদর্শনী
পোস্ট হয়েছে: মে ২৮, ২০১৮

ইরানের রাজধানী তেহরানে চলছে গ্লাস পেইন্টিং বা কাঁচে আঁকা চিত্রশিল্পের প্রদর্শনী। গত ১৫ মে শুরু হয় এ প্রদর্শনী এবং তা চলবে একমাস। তেহরানের মালেক ন্যাশনাল মিউজিয়ামে এ প্রদর্শনী দর্শকদের নজর কেড়েছে। ১৩ জন শিল্পীর আঁকা ১৪টি চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে। শাহনামার অনেক কাহিনী ফুটে উঠেছে এসব চিত্রকর্মে। বিভিন্ন ধরনের ক্যালিওগ্রাফি, যুদ্ধ ও শিকারের কাহিনী অবলম্বন করে এসব চিত্রকর্ম মুগ্ধ করেছে দর্শকদের। -ফিনান্সিয়াল ট্রিবিউন