বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরানে উদ্বোধনের অপেক্ষায় কৃত্রিম লেক

পোস্ট হয়েছে: আগস্ট ১, ২০১৯ 

news-image

ইরানে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে মানব সৃষ্টি একটি কৃত্রিম লেক। ছোট্ট লেকটি উত্তর তেহরানে অবস্থিত। চলতি ইরানি মাসের শেষ নাগাদ এটি জনসাধারণের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে।

বুধবার ইরানি বার্তা মাধ্যম মেহর নিউজ এজেন্সির খবরে বলা হয়, লেক হোনার ও হোনার গার্ডেনের দ্বিতীয় পর্ব উদ্বোধনের জন্য প্রস্তুত রয়েছে। চলতি ইরানি মাস মোরদাদের (২২ আগস্ট) শেষ নাগাদ এগুলো আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হবে।

কৃত্রিম লেক প্রকল্পের কাজ করছে আব্বাসাবাদ ল্যান্ডস রিহ্যাবিলিটেশন কোম্পানি।  ঠিকাদার প্রতিষ্ঠানটির নির্বাহী ডিপুটি হামিদ জাভানি জানিয়েছেন,  একমাসের মধ্যে প্রকল্পগুলো উদ্বোধন করা হবে। হোনার গার্ডেনের তৃতীয় পর্ব আগামী ২০২০ সালের বসন্তকাল নাগাদ উদ্বোধন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আব্বাসাবাদ ল্যান্ডে অবস্থিত উল্লিখিত দুই প্রকল্প তেহরান পৌরসভার তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে। এতে  রয়েছে একটি ক্যাফে গ্যালারি, একটি অ্যাম্ফিথিয়েটার, জাদুঘর, হস্তশিল্প প্রদর্শনীর জায়গা। এছাড়া অন্যান্য কিছু বিনোদনমূলক সুবিধাও আছে প্রকল্পদ্বয়ে। সূত্র: তেহরান টাইমস।